Wednesday, June 29, 2016

( ভিডিও সহ ) ঈদ স্পেশাল রেসিপি ফিরনি

উপকরণ: 
তরল দুধ ২ লিটার,
গুঁড়া দুধ ঘন করে গুলিয়ে নেওয়া ১ কাপ,
কনডেন্সড মিল্ক ১ কৌটা,
জাফরান এক চিমটি,
কাঠবাদাম,
কাজুবাদাম,
পেস্তা কুচি, কিশমিশ,
এলাচি,
দারুচিনি পরিমাণমতো,
পোলাও চাল আধা কাপ (চাইলে গুড়ো করে দিতে পারেন) ।





প্রণালি: 
তরল দুধ পাত্রে ঢেলে এলাচি, দারুচিনি ইত্যাদি দিয়ে নাড়ুন। কিছুক্ষণ নেড়ে গুলিয়ে রাখা পাউডার দুধ ঢেলে দিন। ঘন হয়ে এলে চাল দিয়ে নাড়ুন। কনডেন্সড মিল্ক দিন। দু-তিন বলক ওঠার পর ঘন হয়ে আসবে।
কনডেন্সড মিল্ক দিলে আর চিনি দরকার হয় না, তবে আরও বেশি মিষ্টি খেতে চাইলে চিনি দিন। কিশমিশ, জাফরান ও অল্প পরিমাণে বিভিন্ন বাদাম কুচি ঢেলে নেড়ে নিন। ঘন হয়ে ঘ্রাণ ছড়ালে নামিয়ে নিন।

এবার পাত্রে ঢেলে বাকি বাদাম কুচি, জাফরান ওপরে ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

ভিডিও দেখুন











0 comments:

Post a Comment