Wednesday, June 29, 2016

( ভিডিও সহ ) এরাবিয়ান খাবার বাসবুসা তৈরির সহজ রেসিপি

বাসবুসা একটি এরাবিয়ান খাবার। অনেকেই হয়ত এই নামে একে চিনেন না। সুজি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই খাবারটি। আর খেতে খুবই সুস্বাদু খাবারটি সবারই খুব ভাল লাগবে।তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় বাসবুসা আর তৈরি করে নিজে খান ও খেতে দিন আপনার প্রিয়জনদের।

উপকরণসমূহ

সুজি -১ কাপ
নারকেল কোরা -১ কাপ
ময়দা -১/২ কাপ
টক দই -২ টেবিল চামচ
বেকিং পাউডার -২ চা চামচ
ডিম – ২ টা
মাখন – ১/২ কাপ
লেবুর খোসা কুচি -১ টেবিল চামচ
চিনি -১/২ কাপ
সিরার জন্য
চিনি -২ কাপ
পানি -১ কাপ
লেবুর রস -২ টেবিল চামচ



প্রস্তুত প্রনালী

– প্রথমে সিরার উপকরন বাদে বাকি সবউপকরন এক সাথে ভালো ভাবে মাখিয়ে ৮” মোল্ডে ঢেলে ফ্রিজে ১/২ ঘন্টা রাখতে হবে। ওভেন ১৯০ প্রি হিট করতে হবে।
– এবার মোল্ড টা ফ্রিজ থেকে বার করে ৪০ মিনিট ওভেনে বেক করতে হবে।
– এবার সিরাটা বানিয়ে ওভেন থেকে বাসবুসাটা বার করে গরম থাকতেই তাতে সিরাটা ঢেলে দিতে হবে।
– বাসবুসাটা সব সিরাটা টেনে নিলে একটু ঠান্ডা হলে টুকরা টুকরা করে কেটে উপরে পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করি এই মজাদার কেক।

ভিডিও সহ রেসিপি
















Related Posts:

  • ইফতারে পুদিনা পাতা লেবুর সরবত পুদিনা পাতার উপকারিতা : ১) আপনার পরিপাক প্রক্রিয়ায় কোন সমস্যা হলে, পুদিনা পাতা হল এর মহৌষধ। পুদিনা পাতা খাবার ফলে আপনার পরিপাকতন্ত্রের হজমজনিত সমস্যা দূর হবে।  ২) পুদিনা শরীরের বিষক্রিয়াজনিত বিভিন্ন ব্যথা নির্মূল করতে … Read More
  • ফিলিপিনো চিকেন উপকরণ: মুরগীর মাংস এক কিলোআধা কাপ সরিয়া সসসয়াসস দুই চামিচএক চামিচ গোলমরিচ গুড়াএক চামিচ চিনিঅর্ধেক টা লেবুর রসএক চামিচ রসুন বাটাদুইটা বড় লাল পিয়াজআর ৮/১০ টা রসুনকুচি কি ভাবে রান্না করবেন: এক কিলো মুরগীর মাংস কে ভাল… Read More
  • রসুন ইলিশ উপকরনঃইলিশ মাছঃ ৮/১০ টুকরোপেঁয়াজকুচিঃ এক কাপহলুদ গুড়াঃ ১ চা-চামচমরিচ গুড়াঃ ১/২ চা-চামচজিরা গুড়াঃ ১ চা-চামচআস্ত রসুনের কোয়াঃ ৮/১০টালবনঃ স্বাদমতসর্ষের তেলঃ ২ টেবিল চামচপানিঃ পরিমান মত প্রনালীঃ  চুলায় হাড়ি… Read More
  • হোটেলের "মালাই চা " এক কাপ "পারফেক্ট" চা বানাতে হলে আপনাকে জানতে হবে সঠিক পরিমাপ আর নিখুঁত রেসিপি। কেবল তাতেই আপনি উপভোগ করতে পারবেন চায়ের স্বাদ, গন্ধ পুরোপুরি। আসুন, আজ আপনাদের জানাই একটা গোপন রেসিপি। অনেকেই অভিযোগ করেন যে ঘরের চ… Read More
  • মাছের ডিমের কাবাব উপকরণঃ-   রুই বা কাতল মাছের ডিম (২ কাপ),  পেঁয়াজ কুচি (১ কাপ),  কাঁচালঙ্কা কুচি (৩ চা চামচ),  ধনেপাতা কুচি (আধ কাপ),  লঙ্কার গুঁড়ো (১ চা চামচ),  হলুদের গুঁড়ো (১/৪ চা চামচ),  নু… Read More

0 comments:

Post a Comment