Wednesday, August 3, 2016

ফুলকপির দোলমা

উপকরন :
ফুলকপির দোলমা
ফুলকপি ১টি   
দারিচিনি ২সেমি ২টুকরা
মাংসের কিমা    ১কাপ   
লবঙ্গ ২টি
পেঁয়াজ বাটা ১টে চা   
তেজপাতা ১টি
আদা বাটা ১ চা চা   
টমেটো সস বা দই ১টে.চা
রসুন বাটা ১/২ চা চা   
কাঁচামরিচ ২টি
মরিচ বাটা ১চা চা   
পনির ঝুরি ২টে.চা
হলুদ বাটা ১/২ চা চা   
লবণ ১চা চা
গোলমরিচ বাটা ১/২ চা চা   
ময়দা ১/২ কাপ
এলাচ ৩টি   
সয়াবিন তেল ১ কাপ
 প্রনালী :
১। ফুলকপির ডাটা ও বোটা ফেলে লবণ পানিতে আধাঘন্টা ডুবিয়ে রাখ। কপি লবণ পানি থেকে তুলে ফুটানো পানিতে দিয়ে ৪-৮ মিনিট সিদ্ধ কর।

২। কিমায় বাটা মসলা, গরম মসলা, তেজপাতা ৩টে.চামচ তেল, সস বা দই এবং১/২ কাপ পানি দিয়ে সিদ্ধ কর। পানি শুকিয়ে মাংস সিদ্ধ হলে কাঁচামরিচ দিয়ে কষাও। তেলের উপর আসলে নামাও। পনির কুচি মিশাও। তেজপাতা এবং গরম মসলা তুলে ফেল।

৪। ফুলকপি উল্টিয়ে প্লেটে রাখ। কপির ফাঁক দিয়ে কিমা ঠেসে ভর। সাবধানে কিমা ভরবে যেন ফুলকপি না ভাঙ্গে।

৫। ময়দায় সামান্য লবণ, ১টে.চামচ ঘি ও ১টে.চামচ পানি দিয়ে মথে নাও। মাঝারি আকারের রুটি বেলে ফুলকপির যে দিক দিয়ে কিমা ভরা হয়েছে, সেদিকে ঢেকে দাও। রুটি কপির সাথে ভালভাবে এটেঁ দেবে।

৬। কড়াইয়ে ডুবো তেলে ফুলকপির দুই পিঠ ভাজ। গরম পরিবেশন কর।














—————————
সিদ্দিকা কবীর

Related Posts:

  • ঈদ স্পেশাল রেসিপি কুনাফা ভিডিও সহ ঈদ স্পেশাল রেসিপি কুনাফা : 'কুনাফা' নামটা অনেকের কাছে অপরিচিত লাগছে। অনেকে ভাবছেন এটা জাতীয় খাবার। 'কুনাফা' মূলত আরবীয় একটি মিষ্টি জাতীয় খাবার যা রমজান মাসে খুবই জনপ্রিয়তা পায় আরব দেশে। আমরা বাঙালিরাও মিষ্টি পাগল জাতি। … Read More
  • রেস্টুরেন্টের মত ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই এখন ঘরেই ফাস্টফুড আইটেম খেতে গেলে সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার না দিয়ে থাকতে পারেন না কেউই। অনেকে আবার শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করেন। বন্ধু বান্ধবের আড্ডায় কিংবা বিকেলে একটু হালকা নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই সকলেই বেশ পছন্দ করেই খান। বিশ… Read More
  • ঈদ স্পেশাল রেসিপি নওয়াবি বিরিয়ানি চলে এলো ঈদ। ঈদের দিন দুপুরে অনেকেই হয়তো সুন্দর লোভনীয় আর স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। ঈদের আনন্দ কয়েক গুণ বাড়িয়ে দেয় বাহারি সব রেসিপি । এমন রান্না যা সবাই খেয়ে বলবে ওয়াও আজ সত্যিই ঈদ। তাই এবার ঈদে আপনার বা… Read More
  • মজার রেসিপি সুজির কেক উপকরণ – ১ কাপ সুজি ২ কাপ চিনি দেড় কাপ কোড়ানো নারকেল হাফ কাপ দুধ ১ কাপ মাখন ৩ চামচ ভ্যানিলা এসেন্স ১ চামচ ময়দা সামান্য বেকিং পাউডার সামান্য নুন ৩টি ডিম প্রনালী :        প্রথমে মিক্সারে নারকেল ও ভ্যানিল… Read More
  • ঈদ স্পেশাল রেসিপি কুনাফা ঈদ স্পেশাল রেসিপি কুনাফা : 'কুনাফা' নামটা অনেকের কাছে অপরিচিত লাগছে। অনেকে ভাবছেন এটা জাতীয় খাবার। 'কুনাফা' মূলত আরবীয় একটি মিষ্টি জাতীয় খাবার যা রমজান মাসে খুবই জনপ্রিয়তা পায় আরব দেশে। আমরা বাঙালিরাও মিষ্টি পাগল জাতি… Read More

0 comments:

Post a Comment