Monday, June 27, 2016

( ভিডিও সহ ) রেস্টুরেন্টের মত ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই এখন ঘরেই2

ফাস্টফুড আইটেম খেতে গেলে সাথে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার না দিয়ে থাকতে পারেন না কেউই। অনেকে আবার শুধু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পছন্দ করেন। বন্ধু বান্ধবের আড্ডায় কিংবা বিকেলে একটু হালকা নাস্তায় ফ্রেঞ্চ ফ্রাই সকলেই বেশ পছন্দ করেই খান। বিশেষ করে বাচ্চাদের কাছে ফ্রেঞ্চ ফ্রাই বেশ পছন্দের একটি খাবার। অনেকেই বাসায় ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারেন, কিন্তু সমস্যা হলো রেস্টুরেন্টের মতো তা বেশি ক্রিসপি হয় না। তাই আজকে শিখে নিন রেস্টুরেন্টের স্বাদের ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই তৈরির বিশেষ পদ্ধতিটি।


উপকরণঃ
- লম্বাটে বড় আকারের আলু ৪ টি (খোসা সহজেই উঠে আসে এমন আলু)
- পানি
- লবণ স্বাদমতো
- তেল ভাজার জন্য






 প্রস্তুত প্রণালি ভিডিও সহ























Related Posts:

  • বাসি ভাত দিয়েও তৈরি করতে পারবেন এই দারুণ স্ন্যাক্সটি!     ফ্রিজে জমে আছে অনেকখানি বাড়তি ভাত। কী করবেন ভাবছেন? লাবণ্য ইসলামের রেসিপিতে তৈরি করে ফেলুন একটি দারুণ স্ন্যাক্স “রাইস ললিপপ”! বিকালের নাস্তায় তো চলবেই, মেহমানও আপ্যায়ন করতে পারবেন অনায়াসেই।   উপকর… Read More
  • সেহরির জন্য রান্না করুন মজাদার হাইদ্রাবাদি চিকেন রেজালা সেহরির জন্য রান্না করুন মজাদার হাইদ্রাবাদি চিকেন রেজালা : সেহেরীতে কি খাবেন তা নিয়ে চিন্তিত? দেখেনিন আমাদের আজকের রেসিপি মজাদার হাইদ্রাবাদি চিকেন রেজালা। খেতে খুবই সুস্বাদু এই খাবারটি খুব সহজেই রান্না করা যায়। আর সব… Read More
  • সহজে তৈরী করুন স্পঞ্জের মিষ্টি উপকরণ: দুধ ১ লিটারলেবুর রস ৩/৪ টে চামচময়দা হাফ চা চামচকর্ণ ফ্লাওয়ার ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগবেকিং পাউডার ১ চিমটিশিরার জন্য লাগবে:পানি ৬ কাপচিনি ২+১/২ কাপ (১২৫ গ্রাম)ময়দা ১ চা চামচ প্রনালি: – ১ লিটার দুধ জ্বাল দ… Read More
  • ইফতারি হিসাবে আলু পরোটা উপকরণ:- *আলুসিদ্ধ ২ কাপ, *পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ,*আদা বাটা সিকি চা চামচ,*রসুন বাটা ১ চা চামচ,*জিরা বাটা আধা চা চামচ,*কাঁচা মরিচ কুঁচি ২ টেবিল চামচ,*গোলমরিচ আধা চা চামচ,*লবণ ২ চা চামচ,*শুকনা মরিচ গুড়া ১ চা চামচ,*ধনে পাতা… Read More
  • খুবই টেস্টি হায়দারাবাদী মশলা মাংস খুবই টেস্টি হায়দারাবাদী মশলা মাংস : মাংস তো সবার খেয়েছেন তবে হায়দারাবাদী মশলা মাংস খেয়েছেন কি? উপকরণ ✿ গরুর বোনলেস মাংস ১ কেজি , ✿ পেঁয়াজ কুচি ১ কাপ , ✿ আদা ও রসুন কুচি ২ টেবিল চামচ করে , ✿ গরম মশলা… Read More

0 comments:

Post a Comment