Sunday, July 3, 2016

খুব সহজে ঘরেই তৈরি করুন “সুপার সফট” বার্গার বান!

একদম নরম, তুলতুলে, মনের মত বার্গার বান আর কিনতে হবে না। বরং নিজেই তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন।

উপকরণ :
ময়দা – আড়াই কাপ
ঈষ্ট – আড়াই চা-চামচ
বেকিং পাউডার – এক চা-চামচ
ডিম – দুইটা
তরল দুধ – ১/৪ কাপ (কুসুম গরম)
চিনি – ১ টেবল চামচ (গুঁড়ো করে নিন)
ভ্যানিলা ফ্লেভার – ১ চা-চামচ
মাখন – ২ টেবিল চামচ
লবণ – আধা চা-চামচ
সিরকা – ২ চা-চামচ।

 প্রণালী :
-ময়দা ও বেকিং পাউডার একসাথে চেলে নিন। ডিম ফেটে নিন।
-একটি পাত্রে সামান্য গরম পানিতে চিনি ও ঈষ্ট মিশিয়ে রাখুন ১০ মিনিট।
-ঈষ্ট ফুলে উঠলে ডিম বাদে সব উপকরণ একসাথে মিলিয়ে অল্প অল্প করে ডিম মিলিয়ে ময়ান করুন। যখন মনে হবে আর ডিম দিলে নরম হয়ে যাবে তখন ডিম ঢালা বন্ধ করুন। -এবার বেশ কিছুক্ষণ ময়ান করে খামিরটি একটি বড় পাত্রে রেখে ঢেকে দিয়ে গরম জায়গায় এক ঘন্টা রাখুন ফোলার জন্য।
-এক ঘন্টা পর তা ফুলে দ্বিগুণ হলে ময়ান দিয়ে ছোট ছোট বল বানিয়ে বেকিং ট্রেতে নির্দিষ্ট দূরত্বে রেখে ফুলতে দিন। আধা ঘন্টা পর এর ওপর বাকি ডিমের সাথে অল্প দুধ মিশিয়ে ব্রাশ করে একটু তিল ছিটিয়ে বেক করুন ১৭০ ডিগ্রী সেলসিয়াস তাপে ১৫-২০ মিনিট। -বেকিং এর সময় কোথাও যাবেননা, কারণ অনেক সময় বেশি বেক হয়ে যায় বা ওপরটা পুড়ে পুড়ে যায়।
-ব্রেডের ওপরে রং ধরলেই ওভেন বন্ধ করে ওভেন থেকে নামিয়ে তা কিছুক্ষণ মোটা কাপড় দিয়ে ঢেকে রাখুন। তবে গরম গরম খেতে বেশি মজা লাগে।
-বেকিং ট্রেতে চার থেকে পাঁচটার বেশি দিবেন না, গায়ে গায়ে লেগে যাবার ভয় আছে।




Source : bhorerkagoj

Related Posts:

  • রসুন ইলিশ উপকরনঃইলিশ মাছঃ ৮/১০ টুকরোপেঁয়াজকুচিঃ এক কাপহলুদ গুড়াঃ ১ চা-চামচমরিচ গুড়াঃ ১/২ চা-চামচজিরা গুড়াঃ ১ চা-চামচআস্ত রসুনের কোয়াঃ ৮/১০টালবনঃ স্বাদমতসর্ষের তেলঃ ২ টেবিল চামচপানিঃ পরিমান মত প্রনালীঃ  চুলায় হাড়ি… Read More
  • ফিলিপিনো চিকেন উপকরণ: মুরগীর মাংস এক কিলোআধা কাপ সরিয়া সসসয়াসস দুই চামিচএক চামিচ গোলমরিচ গুড়াএক চামিচ চিনিঅর্ধেক টা লেবুর রসএক চামিচ রসুন বাটাদুইটা বড় লাল পিয়াজআর ৮/১০ টা রসুনকুচি কি ভাবে রান্না করবেন: এক কিলো মুরগীর মাংস কে ভাল… Read More
  • ইফতারি হিসাবে আলু পরোটা উপকরণ:- *আলুসিদ্ধ ২ কাপ, *পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ,*আদা বাটা সিকি চা চামচ,*রসুন বাটা ১ চা চামচ,*জিরা বাটা আধা চা চামচ,*কাঁচা মরিচ কুঁচি ২ টেবিল চামচ,*গোলমরিচ আধা চা চামচ,*লবণ ২ চা চামচ,*শুকনা মরিচ গুড়া ১ চা চামচ,*ধনে পাতা… Read More
  • বাসি ভাত দিয়েও তৈরি করতে পারবেন এই দারুণ স্ন্যাক্সটি!     ফ্রিজে জমে আছে অনেকখানি বাড়তি ভাত। কী করবেন ভাবছেন? লাবণ্য ইসলামের রেসিপিতে তৈরি করে ফেলুন একটি দারুণ স্ন্যাক্স “রাইস ললিপপ”! বিকালের নাস্তায় তো চলবেই, মেহমানও আপ্যায়ন করতে পারবেন অনায়াসেই।   উপকর… Read More
  • সহজে তৈরী করুন স্পঞ্জের মিষ্টি উপকরণ: দুধ ১ লিটারলেবুর রস ৩/৪ টে চামচময়দা হাফ চা চামচকর্ণ ফ্লাওয়ার ১ চা চামচের ৪ ভাগের ১ ভাগবেকিং পাউডার ১ চিমটিশিরার জন্য লাগবে:পানি ৬ কাপচিনি ২+১/২ কাপ (১২৫ গ্রাম)ময়দা ১ চা চামচ প্রনালি: – ১ লিটার দুধ জ্বাল দ… Read More

0 comments:

Post a Comment