Tuesday, May 3, 2016

চাইনিজ প্রন মিক্সড ভেজিটেবল রান্নার সহজ রেসিপি

চাইনিজ প্রন মিক্সড ভেজিটেবল রান্নার সহজ রেসিপি :

রেস্টুরেন্টের খাবার মানেই হল চাইনিজ থাকে সবার আগে। কিন্তু এখন চাইনিজ খাবার খেতে আর রেস্টুরেন্টে যেতে হবে না। কেননা আজ বিডি রমণী আপনাদের জন্য নিয়ে এলো চাইনিজ প্রন মিক্সড ভেজিটেবল রান্নার সহজ রেসিপি। এখন রেসিপি জেনে ঘরেই তৈরি করে খান চাইনিজ খাবার যখন ইচ্ছা তখনই।

 প্রয়োজনীয় উপকরণ

বড় চিংড়ি ১কাপ
চিকেন স্টক দেড় কাপ
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ
লবণ পরিমানমতো
তেল ২ টেবিল চামচ
টেস্টিং সল্ট আধা চা চামচ
সাদা সয়াসস ১ চা চামচ
পেয়াজ কিউব করে কাটা আধা কাপ
কাঁচামরিচ ২/৩ টি
রসুন কুচি ১ টি
গাজর কিউব করে কাটা আধা কাপ
মাশরুম স্লাইস আধা কাপের কম
পাতাকপি কিউব করে কাটা আধা কাপ


প্রস্তুত প্রণালী

প্রথমে প্যান গরম করে তাতে তেল দিয়ে চিংড়ি, কর্নফ্লাওয়ার ,সয়াসস ও মরিচ বাদে সব উপকরণ দিয়ে দিন।২ মিনিট পর চিংড়ি দিয়ে নাড়াচাড়া করুন। ৩ মিনিট ঢেকে রাখুন।

এবার চিকেন স্টক দিয়ে দিন এবং গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।গরম হয়ে গেলে আধা কাপ পানিতে কর্নফ্লাওয়ার গুলে ধীরে ধীরে ঢালুন ।রান্না হয়ে আসলে কাঁচামরিচ ,সয়াসস , লবন ও টেস্টিং সল্ট দিয়ে দিন।

১ মিনিট পর চুলা থেকে নামিয়ে ফেলুন। মাশরুম পছন্দ না করলে দেয়ার দরকার নাই।

Source : Bd romoni

Related Posts:

  • চাইনিজ সিজলিন চিকেন উপকরণ :হাড়ছাড়া চিকেন ফিংগার কাট ১ কাপ, বরবটি , আলু, গাজর ফিংগার কট ১/২ কাপ করে টমেটো ১টি, ডিম ১ টি, কর্ণফ্লাওয়ার ১ টেবিল চামচ, পেয়াজ মাঝারি সাইজের ৪/৫ টি, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, লবন স্বাদমতো, টেষ্টিং সল্ট ১ চা চামচ, সয়স… Read More
  • দারুণ স্বাদে আলু-চিংড়ির কাটলেট চিংড়ি আর আলু- দুটোই নিজ নিজ ক্ষেত্রে দারুণ জনপ্রিয় একটি খাবার। আলুর চপ যেমন খেয়েছেন, নিশ্চয়ই খেয়েছেন মুচমুচে করে ভাজা চিংড়িও? এই দুটি খাবারের স্বাদ এক ডিশে নিয়ে আসে যে খাবারটি, সেটা হলো এই চিংড়ি কাটলেট । তৈরি করতে যেমন সোজা… Read More
  • খুব সহজে ঘরেই তৈরি করুন “সুপার সফট” বার্গার বান! একদম নরম, তুলতুলে, মনের মত বার্গার বান আর কিনতে হবে না। বরং নিজেই তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। উপকরণ :ময়দা – আড়াই কাপঈষ্ট – আড়াই চা-চামচবেকিং পাউডার – এক চা-চামচডিম – দুইটাতরল দুধ – ১/৪ কাপ (কুসুম গরম)চিনি – ১ টেব… Read More
  • "পারফেক্ট" রসগোল্লা তৈরির সবচাইতে সহজ "সিক্রেট রেসিপি" রসগোল্লা খেতে সবাই ভালোবাসেন এটা বলাই বাহুল্য। বাঙালি মাত্রই "মিষ্টি" শুনলে সবার আগে চোখের সামনে ভেসে ওঠে রসগোল্লার চেহারা। আজকাল অনেকেই বাড়িতে রসগোল্লা তৈরি করে থাকেন, রেসিপি অনেকেই জানেন। কিন্তু একটু লক্ষ্য করে দেখুন,বাড়িত… Read More
  • মজার রেসিপি বার-বি-কিউ চিকেন উপকরণ: মুরগী – ১ টি ( ৪/৮ টুকরা করে কাটা ), টক দই – ৪ টেবিল চামচ, বারবিকিউ সস – ২ চা চামচ, গোল মরিচের গুঁড়া – আধা চা চামচ, শুকনা মরিচের গুঁড়া – আধা চা চামচ, আদা বাটা – ২ চা চামচ, রসুন বাটা – ২ চা চামচ, তেজ পাতা – ২ টি, লবঙ্… Read More

0 comments:

Post a Comment