Ivy Recipe 1

Please Visit Our website.

Ivy Recipe 2

Please Visit Our website.

Ivy Recipe 3

Please Visit Our website.

Ivy Recipe 4

Please Visit Our website.

Ivy Recipe 5

Please Visit Our website.

Wednesday, August 3, 2016

ফুলকপির দোলমা

উপকরন :
ফুলকপির দোলমা
ফুলকপি ১টি   
দারিচিনি ২সেমি ২টুকরা
মাংসের কিমা    ১কাপ   
লবঙ্গ ২টি
পেঁয়াজ বাটা ১টে চা   
তেজপাতা ১টি
আদা বাটা ১ চা চা   
টমেটো সস বা দই ১টে.চা
রসুন বাটা ১/২ চা চা   
কাঁচামরিচ ২টি
মরিচ বাটা ১চা চা   
পনির ঝুরি ২টে.চা
হলুদ বাটা ১/২ চা চা   
লবণ ১চা চা
গোলমরিচ বাটা ১/২ চা চা   
ময়দা ১/২ কাপ
এলাচ ৩টি   
সয়াবিন তেল ১ কাপ
 প্রনালী :
১। ফুলকপির ডাটা ও বোটা ফেলে লবণ পানিতে আধাঘন্টা ডুবিয়ে রাখ। কপি লবণ পানি থেকে তুলে ফুটানো পানিতে দিয়ে ৪-৮ মিনিট সিদ্ধ কর।

২। কিমায় বাটা মসলা, গরম মসলা, তেজপাতা ৩টে.চামচ তেল, সস বা দই এবং১/২ কাপ পানি দিয়ে সিদ্ধ কর। পানি শুকিয়ে মাংস সিদ্ধ হলে কাঁচামরিচ দিয়ে কষাও। তেলের উপর আসলে নামাও। পনির কুচি মিশাও। তেজপাতা এবং গরম মসলা তুলে ফেল।

৪। ফুলকপি উল্টিয়ে প্লেটে রাখ। কপির ফাঁক দিয়ে কিমা ঠেসে ভর। সাবধানে কিমা ভরবে যেন ফুলকপি না ভাঙ্গে।

৫। ময়দায় সামান্য লবণ, ১টে.চামচ ঘি ও ১টে.চামচ পানি দিয়ে মথে নাও। মাঝারি আকারের রুটি বেলে ফুলকপির যে দিক দিয়ে কিমা ভরা হয়েছে, সেদিকে ঢেকে দাও। রুটি কপির সাথে ভালভাবে এটেঁ দেবে।

৬। কড়াইয়ে ডুবো তেলে ফুলকপির দুই পিঠ ভাজ। গরম পরিবেশন কর।














—————————
সিদ্দিকা কবীর

Tuesday, August 2, 2016

ঘরে বসেই বানিয়ে ফেলুন আলুর দোলমা

উপকরন :
মাংসের কিমা    ১ ১/২ কাপ 
রসুন বাটা ১চা চামচ
পেঁয়াজ কুচি    ১/৪ কাপ   
গোলমরিচ বাটা ১/৪ চা চামচ
এলাচ ৩টি
আলু ১কেজি
দারচিনি ২সে.মি ২টুকরা   
গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
লবঙ্গ ২টি   
ডিম ১টি
তেজপাতা ১টি   
বিস্কুটের গুড়া    ১/৪ কাপ
আদা বাটা    ১চা চামচ   
তেল ভাজার জন্য ।

প্রনালী :
১। ১/৩ কাপ তেলে পেঁয়াজ ভেজে গরম মসলা ও তেজপাতা দিয়ে নেড়ে নামাও।

পেঁয়াজ ও মসলা তেল থেকে ছেঁকে তোল। ঠান্ডা হলে বেটে রাখ।

২। মাংসের কিমায় বাটা মসলা, সামান্য লবণ ও আধা কাপ পানি দিয়ে সিদ্ধ কর। মাংস সিদ্ধ হলে অল্প ভাজ। বাটা ভাজা পেঁয়াজ থেকে ১ চা চামচ পরিমাণ রেখে বাকিটুকু মাংসে দিয়ে ভুনা ভুনা করে নামাও।

৩। আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে চটকে নাও। আলুতে গোলমরিচের গুড়া, লবণ ও তুলে রাখা ভাজা পেঁয়াজ মিশাও। আলু ১০ ভাগ কর।

৪। আলুর ভিতরে রান্না কিমা ভরে বলের মত গোল করে আলুর দোলমা তৈরি কর।

৫। ডিম ফেটে। ডিমে আলুর দোলমা ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে রাখ। একটা একটা করে আলুর দোলমা ডুবো তেলে ভাজ।

৬। ঠান্ডা হলে আলুর দোলমা ধারালো ছুরি দিয়ে সমান দুভাগ করে কাট।











—————————
সিদ্দিকা কবীর